নিজস্ব প্রতিবেদক | ১৮ ডিসেম্বর ২০১৮
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে দুই কোটি টাকার স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। গতকাল সোমবার পৃথক অভিযানে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো.সহিদুল ইসলাম জানান, গতকাল সন্ধ্যায় দুবাই থেকে আসা ইকে- ৫৮৬ নম্বর ফ্লাইট থেকে ৩০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের ওজন ৩ কেজি ৪৮০ গ্রাম। যার বাজার মূল্য ১ কেটি ৭৫ লাখ টাকা। এ ঘটনায় কোনো যাত্রীকে আটক করা যায়নি।
একইদিন ভোরে কুয়ালালামপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি নম্বর ০৮৭) ফ্লাইটে ঢাকায় আসা আশিক আহমেদ নামে এক যাত্রীর কাছ থেকে ১০টি স্বর্ণের বার ও ১টি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে। দুই পায়ের মোজার ভেতর স্বর্ণগুলো লুকানো ছিলো। স্বর্ণগুলোর ওজন ১ কেজি ৩৬ গ্রাম। বাজার মূল্য ৫২ লাখ ৮০ হাজার টাকা। এ বিষয়ে দুটিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।