নেত্রকোনা প্রতিনিধি | ০৬ জানুয়ারি ২০১৯
নেত্রকোনা মদন সড়কে সদর উপজেলার লহ্মীগঞ্জ ইউনিয়নের গদাইকান্দি এলাকায় বাসের চাপায় অটোরিকসা যাত্রী তানিয়া (৩৫) ও তার ছেলে মোমেন মিয়া (১২) নিহত হয়েছেন। আজ রবিবার সকালে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় তানিয়ার মেয়ে গুরুতর আহত হাবিবা আক্তার (১৫) আহত হয়েছে। হাবিবাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত তানিয়ার বাড়ি আটপাড়া উপজেলার সুনাজোর গ্রামে। তার স্বামীর নাম হাবিবুর রহমান।
নেত্রকোনা মডেল থানার ওসি মো. বোরহান উদ্দিন খান সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে নেত্রকোনা থেকে তানিয়া তার সন্তানদের নিয়ে সিএনজি অটো রিকসা করে আটপাড়া যাচ্ছিলেন।
পরে লহ্মীগঞ্জের গদাইকান্দি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের সিএনজিটিকে চাপা দেয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |