নিজস্ব প্রতিবেদক | ১৩ জানুয়ারি ২০১৯
রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকার একটি বাসায় পানিভর্তি বালতিতে পড়ে ১৪ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম মশিউর রহমান। গতকাল শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির বাবা মতিউর রহমান জানান, পরিবারসহ সারুলিয়া টেংরা এলাকার একটি বাসার ৩য় তলায় ভাড়া থাকেন। তার দুই সন্তানের মধ্যে মশিউর ছোট। সকালে তার স্ত্রী শান্তা রান্নাঘরে কাজ করছিলো। এসময় মশিউর হামাগুড়ি দিতে দিতে বাথরুমে চলে যায়। এক পর্যায়ে সে বালতি ভরা পানিতে উপর হয়ে পড়ে যায়। পরে তার মা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশটি ঢামেক মর্গে রাখা হয়েছে।