বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি | ২৮ জানুয়ারি ২০১৯
বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নে গত ১৮ জানুয়ারী রাতে নানীর বাড়ি যাওয়ার পথে এক নারীকে ধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এজাহারভুক্ত আরও এক যুবককে গ্রেফতার করে আজ সোমবার দিনাজপুর কারাগারে প্রেরণ করেছে।
উল্লেখ্য, ১৮ জানুয়ারী সন্ধ্যায় ঐ নারী নিজ বাড়ি হতে নানীর বাড়ি যাওয়ার পতিমধ্যে তাকে জোরপূর্বক একটি লিচু বাগানে নিয়ে গিয়ে কয়েকজন মিলে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ব্যাপারে পরদিন থানায় মামলা হলে পুলিশ একজনকে গ্রেফতার করে।
ওই ঘটনার ১০দিন পর গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা থানার ওসি (তদন্ত) সোহেল রানা অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন নামে এজাহার ভুক্ত ৪নং আসামীকে গ্রেফতার করেন। আটক দেলোয়ার উপজেলার উত্তর কাটলা গ্রামের সায়েদ আলীর পুত্র।