গাজীপুর প্রতিনিধি | ১৯ অক্টোবর ২০২০
শ্রদ্ধা এবং ভালোবাসায় গাজীপুরে যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৭তম জন্মদিন পালিত হয়েছে। এ সময় গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল ৫শ’ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ ও ২শ’ পথ শিশুদের মাঝে নতুন জামা-কাপর বিতরণ করেন। আজ বিকালে গাজীপুর মহানগর ১৫ নম্বর ওয়ার্ডে এই খাবার ও জামা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ইকবাল মাষ্টার, মহানগর যুবলীগ নেতা রাহাত, হালিশ প্রমুখ।
রাসেল সরকার বলেন, মানব সভ্যতার ইতিহাসে শেখ রাসেলকে হত্যা ঘৃণ্য অপরাধের ইতিহাস। সভ্যতার ইতিহাসে রাজনৈতিক হত্যাকাণ্ডে কোনো নারী বা অবলা শিশুকে টার্গেট করা হয় না। শিশু রাসেলকে হত্যার মধ্য দিয়ে বঙ্গবন্ধু পরিবারের শেষ প্রদীপ নিশেষ করতে চেয়েছিল। শিশুপুত্র শেখ রাসেল তার নিষ্পাপ প্রাণ উৎসর্গ করে বঙ্গবন্ধুর অনুসারীদের মধ্যে যে দীপ শিখা জ্বালিয়ে গেছেন, তা আজ লাখো কোটি রাসেল অনুসারীদের মাঝে ছড়িয়ে আছে।