নিজস্ব প্রতিবেদক | ৩১ অক্টোবর ২০২০
রাজধানীর উত্তরায় নিজের তিনটি ফ্ল্যাটের কাজ দেখতে গিয়ে সন্ত্রাসী হামলা শিকার হয়েছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) নেতা ডাক্তার হুমায়ুন কবির। আজ শনিবার সন্ধ্যার দিকে সেক্টর-১২, রোড-১, হাউজ-৮০ এর ৪র্থ তলায় এ ঘটনা ঘটে। সন্ত্রাসীরা তাকে বেধড়ক মারধর করে। এতে তার শরীরের বিভিন্নস্থানে জখম হয়েছে। পরে তিনি টঙ্গী সরকারি মেডিকেলে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি অভিযোগ করেছেন ডা. হুমায়ুন কবির।
অভিযোগে তিনি বলেন, তিনি বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) ঢাকা মহানগরের নির্বাচিত কেন্দ্রীয় কাউন্সিলর। ১ কোটি ২০ লাখ টাকা চুক্তিতে উত্তরার সেক্টর-১২, রোড-১, হাউজ-৮০ এই ঠিকানায় তিনটি ফ্ল্যাট কিনেন। ইতোমধ্যে ৬৭ লাখ টাকা জমির মালিক আব্দুর রহমানকে পরিশোধ করেছেন। আজ সন্ধ্যায় ফ্ল্যাট দেখতে গেলে আব্দুর রহমান, তার শ্বশুর আলতাবুর রহমান, শ্যালক আল আমিনসহ অজ্ঞাত ৫/৬ তাকে হামলা করেন। এছাড়া তারা তাকে হত্যার হুমকি দিয়েছে।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বলেন, ভুক্তভোগী হুমায়ুন কবির একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।