ডেনাইট ডেস্ক | ২০ সেপ্টেম্বর ২০২১
প্রকাশনা প্রতিষ্ঠান টি মিউজিক থেকে খুব শীঘ্রই আসতে যাচ্ছে ‘আমি এমনি’ নামক নতুন মিউজিক ভিডিও। যেখানে মডেল হিসেবে দেখা যাবে অভিনয়শিল্পী, টিকটক স্টার ও মডেল আরফিন জুনায়েদকে। শরিফ সিরাজের কথা ও সুরে গানটিকে কন্ঠ দিয়েছেন সংগীত শিল্পী তৌহিদ ইথুন।
গানটির মিউজিক দিয়েছেন এম এ রহমান। নাজমুলের ইভানের নির্দেশনায় আরফিন জুনায়েদ ও আফসানা আফসা জুঁই এর অভিনয়ে তৈরি হয়েছে ‘আমি এমনি’ গানের মিউজিক ভিডিওটি। মিউজিক ভিডিওটি শ্যুট করা হয়েছে ঢাকার উত্তরা দিয়াবাড়ি এলাকায়। খুব শীঘ্রই প্রকাশ পাবে ‘আমি এমনি’ মিউজিক ভিডিওটি।
আরফিন জুনায়েদ জানান, খুবই সুন্দর একটি গান হয়েছে এটি। গানের কথা ও সুর সবারি ভালো লাগবে আশা করছি। এছাড়া নাজমুল ইভানের পরিচালনায় মিউজিক ভিডিওটিও অত্যন্ত সুন্দর হয়েছে। এই গানটি দর্শকের মনে সাড়া ফেলবে বলে আশা করছি।
টিকটক, ইউটিউব নাটক, মিউজিক ভিডিও ও মডেলিং এ নানান সময়ে দর্শক জুনায়েদকে অনেক ভালো ভাবে গ্রহণ করেছেন এবং তার কাজের প্রশংসা করেছেন। তাই জুনায়েদ বলেন, এবারও দর্শক আমাকে আগের মতোই ভালোবাসা দেবে বলে আমার বিশ্বাস।