
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৯ আগস্ট ২০২২ | প্রিন্ট
রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় একটি রিকশার গ্যারেজে বিস্ফোরণ হয়ে গ্যারেজ মালিকসহ আটজন দগ্ধ হয়েছিলেন। তাদের মাঝে ৬ জনই মারা গেছেন। এখন আর দুজন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। সর্বশেষ মঙ্গলবার (৮ আগস্ট) রাত পৌনে তিনটার দিকে মো. আল-আমিন (৩০) নামে একজনের মৃত্যু হয়।
গত শনিবার (৬ আগস্ট) ওই গ্যারেজে বিস্ফোরণ হয়। এতে ৮ জন দগ্ধ হন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন জানান, আহতদের সবার শরীরের ৪৫-৯০ শতাংশ দগ্ধ হয়েছে। সবার অবস্থাই আশঙ্কাজনক।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, তুরাগের উত্তর কামারপাড়া এলাকায় ওই রিকশা গ্যারেজের পাশাপাশি ভাঙারির ব্যবসা রয়েছে। ওই ভাঙারির দোকানে সেন্টের বোতলসহ অন্যান্য বোতল খোলার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে রিকশার গ্যারেজে থাকা আটজন গুরুতর আহত হন।
Posted ১২:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ আগস্ট ২০২২
daynightbd.com | daynight bd
.
এ বিভাগের আরও খবর
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |