
ডেনাইট ডেস্ক | সোমবার, ১৫ আগস্ট ২০২২ | প্রিন্ট
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিপিএসএ)। সোমবার (১৫ আগস্ট) বেলা ১২ টায় অতিরিক্ত আইজি (অ্যাডমিনিস্ট্রেশন) ড. মইনুর রহমান চৌধুরীর নেতৃত্বে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে ডিএমপি কমিশনার (অতিরিক্ত আইজি) মোহা. শফিকুল ইসলাম, অতিরিক্ত আইজি এস এম রুহুল আমিন, এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত আইজি কামরুল আহসান, অতিরিক্ত আইজি মাজহারুল ইসলাম, অতিরিক্ত আইজি আতিকুল ইসলাম, অতিরিক্ত আইজি এম খুরশীদ হোসেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজি ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মাহাবুবর রহমান, অতিরিক্ত আইজি ব্যারিস্টার হারুন-অর-রশিদ, ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ৪:১৯ অপরাহ্ণ | সোমবার, ১৫ আগস্ট ২০২২
daynightbd.com | daynight bd
.
এ বিভাগের আরও খবর
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |