নিজস্ব প্রতিবেদক | ২১ ফেব্রুয়ারি ২০১৭
আগামী ৩০ মার্চ ভোটগ্রহণের দিন ধার্য করে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ইসির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তফসিল ঘোষণা করেন।
এসময় নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহ ও জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
সিইসি বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ মার্চ। বাছাই ৫ ও ৬ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৪ মার্চ। আর ভোটগ্রহণ হবে ৩০ মার্চ।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে কুমিল্লার আঞ্চলিক
নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডলকে।
নির্বাচনে মোট ভোটার রয়েছেন ২ লাখ ৭ হাজার ৩৮৪ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২ হাজার ৩২৯ জন আর নারী ভোটার ১ লাখ ৫ হাজার ৫৫ জন।
এ সিটি করপোরেশনটি ২৭টি সাধারণ ওয়ার্ড ও ৯টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে গঠিত। নির্বাচনে মোট ৬৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।
কুমিল্লা সিটির প্রথম নির্বাচন হয়েছিল ২০১১ সালে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |