অগ্রবাণী ডেস্ক | ২৬ ফেব্রুয়ারি ২০১৭
পটুয়াখালী সদর উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় আলেয়া বেগম (৪৫) ও তার ভাগ্নে সাইফুল (১০) নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শরীফবাড়ি স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলেয়া উপজেলার মরিচবুনিয়া এলাকার আব্দুস সালামের স্ত্রী এবং নিহত শিশু সাইফুল আলেয়ার ভাগ্নে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, সন্ধ্যায় সাইফুলকে নিয়ে শরীফবাড়ি স্ট্যান্ডে রাস্তা পার হচ্ছিলেন আলেয়া। এসময় কুয়াকাটা থেকে পটুয়াখালীগামী একটি পিকআপ ভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |