অনলাইন ডেস্ক | ২৮ ফেব্রুয়ারি ২০১৭
আলজেরিয়ার সাবেক এক পুলিশ কর্ণেলকে সোমবার মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। ২০১০ সালে এক বৈঠক চলাকালে দেশটির পুলিশ প্রধান আলী তোনসিকে গুলি করে হত্যার দায়ে তাকে এ সাজা দেয়া হয়। দেশটির জাতীয় বার্তা সংস্থা এপিএস একথা জানায়।
বিচারে কোয়াইব ওলতাচিকে ওই হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়।
তিন ঘণ্টা ধরে যুক্তিতর্ক উপস্থাপনের পর এ মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়। ওলতাচির আইনজীবীরা এ মামলা উচ্চ আদালতে নিতে আটদিন সময় পাবেন।
মানবাধিকার গ্রুপ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, ২০১৫ সালে বিশ্বে সর্বোচ্চ মৃত্যুদণ্ড দেয়া দেশের নামের তালিকায় আলজেরিয়ার অবস্থান ছিল অষ্টম।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |