অগ্রবাণী ডেস্ক | ২৮ ফেব্রুয়ারি ২০১৭
বউ সাজলেন বাংলাদেশি বংশোদ্ভূত মিজ আয়ারল্যান্ড ও মিজ আর্থ ইন্টারন্যাশনাল মাকসুদা আক্তার প্রিয়তি। বাংলাদেশি সংস্কৃতিতে ঘোমটা পরা নববধূ সাজে তোলা ছবি গতকাল নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন প্রিয়তি নিজেই। তবে কোন বাংলাদেশি বিউটি পার্লারে নয়, তাকে বাংলাদেশি নববধূ লুক দিয়েছে আইরিশরাই। তবে আক্ষেপ তার একটাই যে, যথার্থ গহনা ছাড়াই তাকে নববধূ সাজতে হয়েছে।
প্রিয়তি ফেসবুকে লিখেছেন, ”প্রথমবারের মতো ওরা (আইরিশরা অর্থাৎ আইরিশ নামকরা মেক-আপ ব্র্যান্ড অ্যান্ড মেক-আপ স্কুল মিলে ) মিজ আয়ারল্যান্ড ও মিজ আর্থ ইন্টারন্যাশনালকে বাংলাদেশি বউ সাজে সাজানোর চেষ্টা করছে, যদি কিছুটা কাছাকাছিও হয় তাহলে ছবি দিব আর না হলে দিব না । দেখা যাক।
যদিও ওরা গহনা ম্যনেজ করতে পারেনি তারপরেও তাদের এই পদক্ষেপের জন্য অনেক অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা ।
(আমার কাছেও গহনা নেই )”
তবে ঠিক কোথায় দেয়ার জন্য প্রিয়তির এ ফটোশ্যুট তা ফেসবুকে লেখেননি এই বিশ্বসুন্দরী।
-এলএস/অগ্রবাণী