অগ্রবাণী ডেস্ক | ০১ মার্চ ২০১৭
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের তুলাই শিমুল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির দুই ছাত্রী দুদিন ধরে নিখোঁজ রয়েছে। তাদের নাম সীমা আক্তার ও লিঙ্কন আক্তার। তারা দুজনে বান্ধবী।
এ ঘটনায় বুধবার রাতে আখাউড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীমা ও লিঙ্কন মঙ্গলবার ক্লাস শেষে বাড়ি ফিরে যায়নি। অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না।
সীমার বড়বোন লিমা আক্তার বলেন, মঙ্গলবার সকালে লিঙ্কন আক্তারের মামির মোবাইল ফোন খুঁজে পাচ্ছিলেন না। এ ঘটনায় তিনি (মামি) লিঙ্কনকে সন্দেহ করেন এবং স্কুলে গিয়ে মোবাইলটি ফিরিয়ে দেয়ার জন্য চাপ দেন। একপর্যায়ে বিদ্যালয়ের বাথরুম থেকে মোবাইল ফোনটি উদ্ধার হয়। এর পর থেকে ওরা দুজন বাড়ি ফিরে আসেনি।
আখাউড়া থানার ওসি মোশারফ হোসেন তরফদার বলেন, নিখোঁজ ছাত্রীদের উদ্ধারের চেষ্টা চলছে।
এলএস/অগ্রবাণী
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |