অগ্রবাণী ডেস্ক | ০১ মার্চ ২০১৭
হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর নার্ভে লেজার অপারেশন সফল হয়েছে। বুধবার সকালে মালেশিয়ার রাজধানী কুয়ালালামপুরের গ্লানিগালস্ স্পেশালাইজড হাসপাতালে প্রায় ১০দিন চিকিৎসাধীন থাকার পর এ অপারেশন করা হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আহমদ শফী হাসপাতালের নিউরোসার্জারি বিশেষজ্ঞ প্রফেসর জগদ্বিপ নানরার তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। অস্ত্রোপচার শেষে বুধবার বিকালেই হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেয়া হয়েছে।
হেফাজত আমিরের প্রেসসচিব মাওলানা মুনির আহমদ এসব তথ্য জানান। তিনি আরো জানান, বৃহস্পতিবার সকালের ফ্লাইটে তার (আহমদ শফী) দেশে ফিরে আসার কথা রয়েছে।
মাইগ্রেনের চিকিৎসার জন্য হেফাজত আমির গত ১৮ ফেব্রুয়ারি মালয়েশিয়া যান।
এলএস/অগ্রবাণী
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |