আজকের অগ্রবাণী ডেস্ক: | ০২ মার্চ ২০১৭
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদওয়ান আহমেদ।
বৃহস্পতিবার (০২ মার্চ) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জোটের মহাসচিবদের বৈঠকে তাকে এ দায়িত্ব দেয়া হয়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, এলডিপির মহাসচিব ড. রেদওয়ান আহমেদ, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আব্দুল করিম, মুসলিম লীগের সাধারণ সম্পাদক শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, বিজেপির আব্দুল মতিন প্রমুখ।
জানা গেছে, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কুসিক নির্বাচনে জোট মনোনিত বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর পক্ষে কাজ করবে ২০ দলীয় জোটের নেতারা। তারা যার যার সময় ও সুযোগ মতো কুমিল্লা গিয়ে প্রচার-প্রচারণা চালাবেন। আর এসব কর্মকান্ডের তদারকি করবেন জোটের অন্যতম শরিক এলডিপির মহাসচিব ড. রেদওয়ান আহমেদ।
এছাড়াও কুসিক নির্বাচনে দল মনোনিত মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর নির্বাচন পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |