অগ্রবাণী ডেস্ক | ০৩ মার্চ ২০১৭
আইএস হুমকির মুখে এবার চীন। ভিডিও বার্তা প্রকাশ করে চীনে রক্তের নদী বইয়ে দেওয়ার হুঁশিয়ারি দিল ইসলামিক স্টেট জঙ্গিরা। চীনের সংখ্যালঘু জঙ্গি সংগঠন উইঘুর জঙ্গিরা আইএসের সঙ্গে হাত মিলিয়ে আরও ভয়াবহভাবে ফিরছে বলে আশঙ্কা করা হচ্ছে।
পশ্চিম চীনের জিনজিয়াং প্রদেশ উইঘুর জঙ্গিদের উত্স্যস্থল। তাদের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে রেখেছে চীন প্রশাসন। কড়া নিরাপত্তা সত্ত্বেও পশ্চিম চীনে সন্ত্রাসবাদী হামলা মাঝেমধ্যেই ঘটে থাকে। এবার ইসলামিক স্টেটের সঙ্গে হাত মিলিয়ে চীনে রক্তের নদী বইয়ে দেওয়ার হুমকি দিল উইঘুর। এটাই চীনের উদ্দেশ্যে প্রথম আইএস হুমকি।
ইসলামিক স্টেটের নামে আধঘণ্টার ওই ভিডিও-তে উইঘুর জঙ্গিদের দেখানো হয়েছে। আগ্নেয়াস্ত্রে সজ্জিত শিশুদের ছবিও তুলে ধরা হয়েছে ওই ভিডিওতে। মুসলিমদের ওপর অত্যন্ত কড়া বিধিনিষেধ আরোপ করেছে চীন প্রশাসন। দাড়ি রাখা, মাথায় হিজাব পরা, রমজানে মাসে রোজা রাখা – এ সবই নিষিদ্ধ সে দেশে।
এলএস/অগ্রবাণী
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |