অনলাইন ডেস্ক | ০৩ মার্চ ২০১৭
রাজধানীর কোতোয়ালি থানাধীন বিক্রমপুর এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতের নাম আমিন (২৭)। বিক্রমপুর গার্ডেন সিটির পাশেই তার বাড়ি।
বৃহস্পতিবার রাতে বিক্রমপুর গার্ডেন সিটি থেকে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে র্যাব-১০।
র্যাব-১০ এর মেজর জাহাঙ্গীর কবির জানান, দীর্ঘ দিন থেকে গোপনে ইয়াবার ব্যবসা করে আসছিলেন দুই ভাই আল আমিন (২৭) ও ইয়ামিন। অভিযোগের পর তদন্ত শেষে গত রাতে অভিযান চালিয়ে আল-আমিনকে ৮ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |