অগ্রবাণী ডেস্ক | ০৩ মার্চ ২০১৭
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের অপারেশন থিয়েটারের (ওটি) সামনে জুতো রাখার বাক্স থেকে তোয়ালে পেঁচানো প্রায় দুই বছর বয়সী একটি মরদেহ উদ্ধার করা হয়। আজ শুক্রবার দুপুরে চিকিৎসকরা এটি দেখে পুলিশ ক্যাম্পে খবর দিলে শিশুটির মরদেহটি উদ্ধার করে পুলিশ।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল আলম ভূঁইয়া বলেন, “চিকিৎসকরা ফোনে জানানোর পর আমরা শিশুটিকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হয়তো কোনো মা-বাবা অসুস্থ শিশুটি সবার অগোচরে ফেলে চলে গেছে। এ ব্যাপারে তদন্ত করা হবে। প্রাথমিকভাবে মরদেহটি পরীক্ষা করে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তারপরও ময়নাতদন্তের জন্য তা মর্গে রাখা হয়েছে। ”
এলএস/অগ্রবাণী
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |