অগ্রবাণী ডেস্ক | ০৩ মার্চ ২০১৭
এবার বলিউড তারকা সালমান খানের সাথে দেখা যাবে বাংলাদেশি বংশোদ্ভুত মিজ আর্থ ইন্টারন্যাশনাল প্রিয়তিকে। তবে কোন সিনেমায় নয়, যুক্তরাজ্যে অনুষ্ঠিতব্য এক শো’তে।
সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টে সালমান খানের সাথে কোমর দোলাবেন বাংলাদেশি বংশোদ্ভূত এই আইরশি তারকা। এ প্রসঙ্গে বাংলাদেশ প্রতিদিনকে প্রিয়তি বলেন, যুক্তরাজ্যে অনুষ্ঠিত হবে এই শো। এটি সালমান খানের ওয়ার্ল্ড ট্যুর স্টেজ পারফরমেন্সের একটি অংশ।
এর আগে আয়ারল্যান্ডে বর্ষসেরা মডেল নির্বাচিত হন প্রিয়তি। আয়ারল্যান্ডের শীর্ষস্থানীয় ম্যাগাজিন আইরিশ গ্ল্যামারের দৃষ্টিতে তিনি ওই খেতাবে ভূষিত হন।
এই মডেল পেশায় একজন বৈমানিক। তার শৈশব ঢাকায় কাটলেও কৈশোরে চলে যান আয়ারল্যান্ডে। বসবাস করছেন দীর্ঘ ১৫ বছর ধরে। মিজ আয়ারল্যান্ড খেতাব জিতে আলোচনায় আসেন তিনি। এরপর জয় করে নেন মিজ আর্থ খেতাবটিও।
এলএস/অগ্রবাণী