অনলাইন ডেস্ক | ০৬ মার্চ ২০১৭
রাজধানীর গাবতলীর কোর্টবাড়ি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজ সকালের দিকে হাসিনা বেগম (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত হাসিনা বেগম ভোলা সদর উপজেলার রইচা গ্রামের মনির হোসেনের স্ত্রী।
নিহতের স্বামী মনির হোসেন জানান, ঘুম থেকে উঠে দরজা খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন হাসিনা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নেওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে।