অগ্রবাণী ডেস্ক | ০৭ মার্চ ২০১৭
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলায় রিমান্ডে থাকা আসামি মেয়রের ভাই হাবিবুল হক মিন্টু’র স্বীকারোক্তিতে দেয়া তথ্যের ভিত্তিতে একটি দেশীয় তৈরী পাইপগান উদ্ধার করেছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা শাহজাদপুর থানার পরিদর্শক মনিরুল ইসলাম জানান, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা সদরের মনিরামপুর এলাকায় অবস্থিত মেয়রের বাড়ির দক্ষিণপাশের একটি ডোবা থেকে পাইপগানটি উদ্ধার করা হয়। অভিযানের সময় মিন্টুও পুলিশের সাথে ছিল। সে জানিয়েছে শর্টগানের আদলে তৈরী করা এই পাইপগানটি সে সংঘর্ষের দিনে ব্যবহার করেছে।
তিনি আরও বলেন, দ্বিতীয় দফায় ২দিনের রিমান্ডে থাকা মেয়র হালিমুল হক মিরু ও মিন্টু জিজ্ঞাসাবাদে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। সেই মোতাবেক অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যেই তাদের রিমান্ড শেষ হয়েছে, আজ বিকেলে তাদের আদালতে হাজির করা হবে বলে জানান পরিদর্শক।