অগ্রবাণী ডেস্ক: | ০৮ মার্চ ২০১৭
নীলফামারীর ডোমার উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুস সালাম (৬) নামে এক শিশু নিহত হয়েছে। আজ বুধবার সকালে ডোমার-দেবীগঞ্জ সড়কের বড় রাউতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালাম বড় রাউতা এলাকার সাইফুল ইসলামের ছেলে। সে ফুলকুড়ি একাডেমির প্লে শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সালাম রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনার প্রতিবাদে ও ১০ চাকার পাথরবোঝাই ভারি ট্রাক বন্ধের দাবিতে প্রায় সাড়ে তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী।
ডোমার থানার অফিসার ইনচার্জ মো. মকছেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ও ইউপি চেয়ারম্যান মো. মোসাব্বের হোসেন মানুর সমঝোতায় অবরোধকারীরা অবরোধ তুলে নেন।
-এলএস
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |