অগ্রবাণী ডেস্ক: | ১০ মার্চ ২০১৭
পাবনার চাটমোহর উপজেলায় সেন্ট রিটা চার্চের নিরাপত্তা প্রহরীকে কুপিয়ে জখম করা হয়েছে। আহত গিলবার্ড কস্তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলার মথুরাপুরের এই চার্চের পরিচালনা কমিটির সদস্য মার্টিন ডমিনিক রোজারিও জানান, শুক্রবার ভোর ৪টার দিকে এই হামলা হয়। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে তা জানাতে পারেননি রোজারিও।
-এলএস