অগ্রবাণী ডেস্ক: | ১০ মার্চ ২০১৭
কুষ্টিয়ার খোকসা উপজেলায় গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মিন্টু হোসেন (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মিন্টু পার্শ্ববর্তী রাজবাড়ী জেলার পাংশার উপজেলার বাসিন্দা। পুলিশের ভাষ্য, নিহত মিন্টু আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার শিমুলিয়া ব্রিজের কাছে এ বন্দুকযুদ্ধ হয়। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ২টি পিস্তল, ৩ রাউন্ড গুলি, একটি গাছ কাটার করাত ও তিনটি রামদা উদ্ধার করেছে পুলিশ।
ডিবির ওসি ছাবিরুল আলম জানান, রাতে শিমুলিয়া ব্রিজের কাছে আদিবাসী অফিসের সামনের সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি চলছে- এমন গোপন সংবাদে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে মিন্টু গুলিবিদ্ধ হন। অন্য ডাকাতরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় মিন্টুকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
-এলএস
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |