অগ্রবাণী ডেস্ক: | ১০ মার্চ ২০১৭
গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে সপ্তম উইকেটে ১০৬ রানের জুটি গড়েন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজ। এই নিয়ে ১৫টিতে জুটিতে শতরান বা তার চেয়ে বেশি করেছেন টাইগার অধিনায়ক।
তাই শতরানের জুটি গড়ার ক্ষেত্রে বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে পেছনে ফেললেন বর্তমান টেস্ট অধিনায়ক মুশফিকুর। হাবিবুল বাশার ১৪টি শতরানের জুটি গড়েছিলেন।
তৃতীয়স্থানে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ১৩টি করে শতরানের জুটিতে অবদান আছে সাকিব ও তামিমের।
চলতি বছর টেস্ট ফরম্যাটে পাঁচটি শতরানের জুটি করেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। এরমধ্যে তিনটিতেই ছিলেন মুশফিকুর।
-এলএস
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |