অগ্রবাণী ডেস্ক | ১২ মার্চ ২০১৭
আদালত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন-হাইকে বরখাস্ত করায় দেশটির নাগরিকরা প্রেসিডেন্টের প্রতিক্রিয়া জানার অপেক্ষায় রয়েছে। আর এ কারণে সবার নজর এখন সিউলের প্রেসিডেন্টের বাসভবন ব্লু হাউজের দিকে।
খবরে বলা হয়, শুক্রবার সাংবিধানিক আদালতের রায় ঘোষণার সময় পার্ক তার বাসভবনের ব্যক্তিগত কক্ষে একাকী টেলিভিশন দেখছিলেন। আদালত থেকে এটি সরাসরি প্রচার করা হচ্ছিল।
চোসান ইলবো ডেইলি জানায়, বরখাস্তের খবর সম্পর্কে নিশ্চিত হতে পার্ক তাৎক্ষণিকভাবে তার সহকারিদের টেলিফোন করেন।
পরে তার সহকারিরা জানান, আদালতের এমন সিদ্ধান্ত তিনি মেনে নেবেন কিনা এবং এ ব্যাপারে তার পরবর্তী পদক্ষেপ কি হবে সে ব্যাপারে পার্কের তাৎক্ষণিকভাবে কোন বিবৃতি দেয়ার পরিকল্পনা নেই।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক সহকারির বরাত দিয়ে ওই দৈনিকের খবরে বলা হয়, এ রায়ে প্রেসিডেন্ট অনেক স্তম্ভিত। তবে তিনি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছেন।
সিউলের দক্ষিণের অভিজাত এলাকায় পার্কের ব্যক্তিগত বাড়ির সংস্কার ও পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ হওয়ার পর তিনি ব্লু হাউজ ত্যাগ করবেন।
পুলিশ জানায়, দুই শতাধিক নিরাপত্তা কর্মকর্তা এ বাসভবনের চারদিকে মোতায়েন করা হয়েছে। এ রায়ের পর প্রেসিডেন্টের বাসভবন থেকে পার্ককে সরিয়ে নেয়ার আইনী বাধ্যবাধকতা রয়েছে।
উল্লেখ্য, গত অক্টোবরে পার্ককে অভিশংসিত করা হয়। এরপর থেকে তিনি ব্লু হাউজেই অবস্থান করছেন।
-এলএস
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |