অনলাইন ডেস্ক | ১৩ মার্চ ২০১৭
ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় ময়লার স্তূপ ধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ জনে। শনিবার রাতের এ দুর্ঘটনায় এখনো পর্যন্ত ১২ জনের মতো নিখোঁজ রয়েছেন। সেখানকার এক বাসিন্দা জানিয়েছেন, দুর্ঘটনার সময় সেখানে অন্তত ১৫০ জন লোক ছিলেন। সেখানকার অস্থায়ী বাড়িগুলো এখন ময়লার স্তূপের নিচে চাপা পড়ে আছে। খবর বিবিসির।
ওই এলাকাটিকে গত ৫ দশক ধরে ময়লা ফেলার স্থান হিসেবে ব্যবহার করা হতো। অনেক মানুষই জীবিকার জন্য ময়লা থেকে জিনিসপত্র কুড়িয়ে থাকেন। অনেকেই কয়েক বছর ধরে সেখানে স্থায়ীভাবে বাস করছিলেন।
স্থানীয় বাসিন্দা তেবেজু আসরেস এপিকে জানান, ধসে তার ঘর চাপা পড়েছে। ধসের সময় তার মা ও বোন ঘরে ছিলেন।
শহরটির একজন মুখপাত্র এপি নিউজকে জানিয়েছেন, এরমধ্যে অনেক শিশু নিহত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
ইথিওপিয়া সরকার এই ময়লার স্তূপের পাশে আফ্রিকার প্রথম ময়লা থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প হাতে নিয়েছে। ময়লা পুড়িয়ে এ বিদ্যুৎ উৎপাদন করা হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |