আজকের অগ্রবাণী ডেস্ক: | ১৩ মার্চ ২০১৭
কুমিল্লায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে ময়নামতি হাইওয়ে থানার সামনে বিকট শব্দে একটি বোমার বিস্ফোরণ ঘটেছে। পাশেই একটি ব্যাগে অবিস্ফোরিত অবস্থায় আরেকটি বোমা উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যা ৮টার দিকে বোমাটি বিস্ফোরিত হয় বলে নিশ্চিত করেছে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ। এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হাইওয়ে থানা পুলিশ ও কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। ঘটনাস্থল পরিদর্শন করছেন হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মো. রেজাউল করিমসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। বিস্ফোরিত স্থানে বেশ কিছু স্প্রিন্টারও পড়ে থাকতে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হয়। আশপাশের বাড়িঘর থেকেও বিস্ফোরণের শব্দ শুনতে পায় এলাকাবাসী।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, ময়নামতি হাইওয়ে থানার সামনে একটি বোমার বিস্ফোরণ ঘটেছে। এসময় পাশে একটি ব্যাগে অবিস্ফোরিত অবস্থায় আরেকটি বোমা উদ্ধার করেছে পুলিশ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |