আরিফুল ইসলাম অভি | ১৩ মার্চ ২০১৭
আমাকে তুমি ভালোবাসো না বলে
গোপনে গোপনে তোমাকে ভালোবেসে যাই।
ঠোঁট দুটো কখনো ছুঁতে দাও না বলে
তোমার নিঃশ্বাস মেশানো বাতাস, আমি চুমে যাই।
আমাকে তুমি দেখতে চাও না বলে
মাটির বুকে তোমার ছায়ায়, তোমায় দেখে যাই।
আমাকে তুমি ভালোবাসো না বলে
তোমাকে আরও আরও বেশী ভালোবেসে যাই।
আমাকে তুমি ছুঁতে দাও না বলে
তোমার অজান্তে তোমাকে, কেবল ছুঁয়ে ছুঁয়ে যাই।
লেখকের ফেসবুক পেজ থেকে সংগৃহীত