অগ্রবাণী ডেস্ক | ১৪ মার্চ ২০১৭
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের সামনে থেকে স্থায়ী পুলিশ-বক্স সরিয়ে নেওয়া হচ্ছে। মঙ্গলবার (১৪ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে নতুন বাজার থেকে গুলশান- ২ এ ঢোকার পথে বসানো কংক্রিটের পুলিশ চেকপোস্ট ভেঙে ফেলতে দেখা যায়।
এ সময় দাঁড়িয়ে থেকে সেটি ভাঙার কাজ তদারকি করছিলেন যুক্তরাষ্ট্র দূতাবাসের ঠিকাদার বোরহান উদ্দিন খান। তিনি বলেন, উপরের নির্দেশে এটি ভাঙছি। এর বেশি কিছু বলতে পারবো না।
দূতাবাস লাগোয়া ফুটপাতের স্থাপনাগুলোও ভাঙা হবে কি না জানতে চাইলে বোরহান বলেন, এমন কোনো নির্দেশ পাইনি।
যদিও মার্কিন দূতাবাসের সামনের ফুটপাত দূতাবাসের বিভিন্ন স্থাপনার দখলে থাকায় মানুষ বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে ব্যস্ত এ সড়ক দিয়ে হাঁটাচলা করে।
-এলএস