অগ্রবাণী ডেস্ক: | ১৫ মার্চ ২০১৭
নব্বইয়ের দশকের শেষ দিকে মিষ্টি চেহারা আর শরীরী উত্তপ ছড়িয়ে পর্দায় হাজির হয়েছিলেন নায়িকা মুনমুন। দ্রুত জায়গা করে নেন দর্শকমনে। তবে বেশিদিন ধরে রাখতে পারেননি। দ্রুত শরীর ভারী হয়ে যাওয়াসহ নানা কারণে সিনেমা থেকে দূরে চলে যান এ নায়িকা। তখন অ্যাকশন ছবির পাশাপাশি রোমান্টিক ও বেশ কিছু সাপের ছবিতে অভিনয় করেন মুনমুন। ফের রুপালী পর্দায় সাপের চরিত্র নিয়ে হাজির হচ্ছেন এ নায়িকা। ছবিটির নাম ‘দুই রাজকন্যা। ‘
সম্প্রতি ছবিটির শেষভাগের শ্যুটিং সম্পন্ন হয়। মুনমুন বলেন, সাপের ছবিতে কাজ করতে মজা আছে। ‘দুই রাজকন্যা’ ছবিতে আমি কখনো সাপ, আবার কখনো মানুষ রূপে পর্দায় হাজির হবো। এই ছবির মাধ্যমে অনেক বছর পর আমি পোশাকী ছবিতে অভিনয়ে এলাম। এই ছবিতে আমাকে সাপের চরিত্রেই বেশি দেখা যাবে। আশা করি, ছবিটি ভালো ব্যবসা করবে।
ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন জাবেদ ও জাহিদ। ছবিটিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তানিন সুবহা এবং সাদিয়া আফরিন।
-এলএস