অনলাইন ডেস্ক | ১৫ মার্চ ২০১৭
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে রাস্তার পাশে পেতে রাখা বোমা হামলায় দুই সৈন্য নিহত হয়েছে। আজ বুধবার এ ঘটনা ঘটে। এ ঘটনার জন্য নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-কে দায়ী করা হচ্ছে। স্থানীয় গণমাধ্যমে এ কথা বলা হয়েছে।
বেসরকার সংবাদ সংস্থা গোদান জানায়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা মারদিন ও দিয়ারবাকির প্রদেশের মধ্যবর্তী মহাসড়কের মাইন খুঁজছিল তখন এই হামলা চালানো হয়।
সংবাদ সংস্থাটি আরো জানায়, পিকে’কে এই বিস্ফোরকটি পেতে রাখে। সৈন্যদের গাড়ি বিস্ফোরকের পাশ দিয়ে অতিক্রম করার সময় এর বিস্ফোরণ ঘটে।
আঙ্কারা, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন পিকে’কে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে।