আরিফুল ইসলাম অভি | ১৫ মার্চ ২০১৭
মৃত্যুর পরে তোমরা, আমাকে মনে রেখো না।
মৃতের কান নেই, চোখ নেই, মুখ নেই, মস্তিষ্ক নেই
জীবিত পৃথিবীর ভাষা, মৃত মানুষ বোঝে না।
ইচ্ছে যদি করে, এখনই মনে করো আমাকে।
সরু চালের পায়েস রান্না করে খাইয়ো আমাকে
তালপাতার বাঁশি বাজিয়ে,নাচ দেখিয়ো আমাকে
আমগাছে মৌমাছি বাসা বাঁধলে, দেখতে ডেকো আমাকে।
মৃত্যুর পরে আমার জন্য তোমরা কেঁদো না।
মৃতের হৃৎপিণ্ড নেই, হৃদয় নেই, চোখের জল নেই
জীবিত পৃথিবীর ব্যথা, মৃত মানুষ বোঝে না।
ইচ্ছে যদি করে, এখনই একটু কেঁদো আমার তরে। কেঁদো বুক চাপড়ে, কেঁদো করুণ সুরে কেঁদো আকাশ পাতাল ফাটিয়ে, চীৎকার করে তাড়স্বরে। স্বপ্নময়ী বোঝে নি, স্বপ্নময়ী আমাকে কখনো বোঝেনি। জিজ্ঞেস করো, তোমরা জিজ্ঞেস করো ওকে, আমার হয়ে-
সে কেন বোঝে নি ? অভিকে সে, কেন বোঝে নি ?
অভির বুকফাটা হাহাকার, সে কেন বোঝে নি ?
অভির আকাশ ফাটানো আর্তনাদ, সে কেন বোঝে নি ?
অভির চোখে স্বপ্নময়ীর চোখ, সে কেন দেখেনি ?
অভির হৃৎপিণ্ডে স্বপ্নময়ী রাজকুমারী হৃৎপিণ্ড, সে কেন দেখেনি ? অভির কণ্ঠে স্বপ্নময়ীর সংগীত, সে কেন শোনেনি।
লেখকের ফেসবুক পেজ থেকে সংগৃহীত