শারফুজ্জামান রাসেল | ১৬ মার্চ ২০১৭
হিন্দুদের হোলি প্রোগ্রামে মুসলমান কিছু মেয়েদের অনিচ্ছাসত্বেও জোরে করে রং দেয়ায় ফেসবুকে দেখলাম হিন্দুদের গুষ্ঠি উদ্ধার করেছে অনেকেই।
ভাই আপনারা যদি মনে করেন এই ঘটনা কেবল হিন্দুরা ঘটিয়েছে তাহলে ১০০% বোকামি করবেন। আমার ফ্রেন্ড লিস্টের অনেক মুসলমান ছেলে মেয়েকে দেখেছি হোলিতে অংশ নিতে। ছবি সহ পোস্ট করেছে ফেসবুকে।
তাই না বুঝে হিন্দুদের গালি দেয়ার কোন যুক্তি আছে বলে মনে হয় না। এটা হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান। আরো কোন মুসলমান যদি নিজে স্বইচ্ছায় রং নিয়ে আকাম করে করুম। তাতে আপনার কি?!?!
তাই হিন্দুদের একচেটিয়ে গালি দিয়ে আপনার বিরোত্ব প্রকাশ না করে বলুন হিন্দু মুসলমান যেই হোক ঐ আকামের সাথে যেসকল ব্যক্তি জড়িত ছিলো তাদের দৃষ্টান্ত মুলক শাস্তি হোক।
লেখকের ফেসবুক পোস্ট থেকে