অগ্রবাণী ডেস্ক | ১৭ মার্চ ২০১৭
ভারতের গুজরাটের দাহোদ জেলায় চলন্ত গাড়ির ভেতরেই দুই বোনকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে ভুতপাগলা গ্রামে মুদির দোকান থেকে দুই বোন ও তাদের বাবাকে অপহরণ করে কামত বারিয়া ও গোপসিন বারিয়া নামে দুই ব্যাক্তি। তারপর গাড়ির মধ্যে ছ’জনে মিলে দুই বোনকে ধর্ষণ করে।
গুজরাটের দমনভ থানায় অভিযোগ দায়ের করেন দুই কিশোরীর পরিবার। তাদের দু’জনের বয়স যথাক্রমে ১৩ ও ১৫ বছর।
পুলিশকে নির্যাতিতাদের পরিবার করে জানিয়েছে, ধর্ষণের পর গ্রামের কাছেই দুই কিশোরী ও তার বাবাকে ফেলে রেখে যায় দুষ্কৃতীরা। এমনকী থানায় অভিযোগ না জানানোর হুমকি দেয় তারা। দুই কিশোরীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই ৫ অভিযুক্ত কামাত বারিয়া, গণপত বারিয়া, নভরত বারিয়া, সুরেশ নায়েক এবং গোপসিন বারিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাসি চলছে বলে জানা গেছে। মোট ১৩ জনের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ৩৭৬ ধারায় মামলা রুজু হয়েছে।
-এলএস
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |