আজকের অগ্রবাণী ডেস্ক: | ১৮ মার্চ ২০১৭
সৌদি আরবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ রিয়াদ, জেদ্দার বাংলা ও ইংলিশ শাখা।
শুক্রবার বিকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।
দিবসটি উপলক্ষ্যে দেয়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী,পররাষ্ট্র মন্ত্রীর বাণী পাঠ করেন শোনানো হয়। পরে আলোচনা সভায় কমিউনিটি নেতারা জাতির জনকের জীবন ও কর্মের ওপর বক্তব্য রাখেন।
এদিকে সৌদি আরবের বাণিজ্যিক রাজধানী জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট যথাযথ মর্যাদায় পালিত হয়েছে দিবসটি। কনস্যুলেট প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন।
দুতাবাস ও কনস্যুলেটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু, তারপরিবার এবং দেশ ও জাতীর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |