অনলাইন ডেস্ক | ১৯ মার্চ ২০১৭
আমেরিকায় ১৪ বছরের কিশোরকে ধর্ষণের অভিযোগে আমেরিকার ১৯ বছরের এক অন্তঃসত্ত্বা তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। আমেরিকার সামাজিক স্বাস্থ্য প্রকল্প মেডিক্যাড গ্রহণের সময় আলবামার হলিউডের বাসিন্দা মেকেঞ্জি লেই গাফি ওই কিশোরের সঙ্গে সম্পর্কের কথা জানায়। এরই সূত্রে কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলেও পুলিশ এসে গাফিকে গ্রেফতার করে। খবর এবিপি আনন্দের।
পুলিশের জেরায় গাফি জানিয়েছেন, গত বছরের ডিসেম্বরে এক বন্ধুর মাধ্যমে ওই কিশোরের সঙ্গে আলাপ হয়েছিল তাঁর। এরপর তিনি তার গাড়িতে বেশ কয়েকবার ওই কিশোরের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছেন। এমনকি ওই কিশোরের বাবা-মাও বেশ কয়েকমাস ধরে গাফিকে তাঁদের বাড়িতে থাকতে দিয়েছিলেন বলে জানা গেছে।
গাফি পাঁচ থেকে ছয় সপ্তাহের অন্তঃসত্ত্বা। তাঁর বিরুদ্ধে ধর্ষণ, যৌন নিগ্রহ, শিশুকে অনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য ব্যবহার, বেআইনি যৌন সম্পর্ক স্থাপনের জন্য শিশুর কাছে যাওয়ার মতো একাধিক অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া গাফির মোবাইলে ১৪ বছরের ওই কিশোরের একটি নগ্ন ভিডিও-ও পাওয়া গেছে। এ জন্য পর্নোগ্রাফি আইনেও তাঁর বিরুদ্ধে মামলা শুরু হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |