অগ্রবাণী ডেস্ক | ১৯ মার্চ ২০১৭
সীতাকুণ্ডের প্রেমতলা ছায়ানীড় জঙ্গি আস্তানা থেকে আরও ১০টি বোমা এবং এক ড্রাম বিষ্ফোরক উদ্ধার করেছে পুলিশ। একইসাথে জঙ্গিদের ব্যবহার করা একটি ল্যাপটপের ধ্বংসাবশেষও উদ্ধার করেছে। রবিবার ছায়ানীড়ের একটি আস্তানা থেকে এসব বোমা ও বিষ্ফোরক জব্দ করা হয়।
ছায়ানীড় ভবনের সামনে ব্রিফিংয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুর এ আলম মিনা বলেন, ‘দেশে এ পর্যন্ত যত জঙ্গি আস্তানা পাওয়া গেছে তার মধ্যে এটিই সবচেয়ে বড়। এটি দেশীয় জঙ্গিদের সর্ববৃহৎ বোমার গুদাম।’
গত দুইদিনে পুলিশ এই আস্তানা থেকে ২৫টি বোমা উদ্ধার করেছে। যার মধ্যে রবিবার ১৮টি বোমা নিস্ক্রিয় করেছে পুলিশ। ওই কক্ষে পাওয়া গেছে জঙ্গিদের ব্যবহৃত ল্যাপটপের ধ্বংসাবশেষ।
-এলএস
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |