অগ্রবাণী ডেস্ক | ১৯ মার্চ ২০১৭
সিলেট এমসি কলেজে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ছাত্রদলের মিছিলকে ধাওয়াকারী ছাত্রলীগের পাঁচ অস্ত্রধারীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। রবিবার দুপুরে তারা সিলেট মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করলে বিচারক সাইফুজ্জামান হিরো তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
কারাগারে যাওয়া ছাত্রলীগের পাঁচ ক্যাডার হলেন- সিলেট মহানগরীর শাহপরান থানার সাদিপুরের তারেক আহমদ (২৩), একই থানার মিরাপাড়ার সালমান অপু ওরফে শামসুল ইসলাম অপু (২৪), মোগলাবাজার থানার দাউদপুরের আলতাফুর রহমান মুরাদ (২৩), সুনামগঞ্জের দিরাই উপজেলার নগদীপুরের রবিউল হাসান (২২) ও মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরবাগ গ্রামের সৌরভ আচার্য (২৬)। এর মধ্যে তারেক ও অপু এমসি কলেজের অনার্স ৩য় বর্ষে, সৌরভ ডিগ্রি ৩য় বর্ষে, মুরাদ মাস্টার্সে, রবিউল ডিগ্রি ২য় বর্ষের শিক্ষার্থী।
গত ৩০ জানুয়ারি এমসি কলেজ ক্যাম্পাসে মিছিল নিয়ে ঢোকার চেষ্টা করে ছাত্রদল নেতাকর্মীরা। এসময় কলেজের প্রধান ফটকের সামনে সশস্ত্র অবস্থায় ছাত্রলীগ ক্যাডাররা ধাওয়া করে ছাত্রদল নেতাকর্মীদের। পরদিন গণমাধ্যমে অস্ত্রধারীদের ছবি প্রকাশ হলে সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো ফৌজধারী কার্যবিধির (কোড অব ক্রিমিনাল প্রসিডিওর) ১৮৯৮ এর ২৫ ধারা অনুসারে অস্ত্রধারীদের চিহ্নিত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ১৩ ফেব্রুয়ারি পুলিশ ৬ ক্যাডারের নাম উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিল করে। ১৫ ফেব্রুয়ারি আদালত ওই ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। রবিবার ৫ জন আদালতে আত্মসমর্পন করলেও একজন এখনো পলাতক রয়েছে।
-এলএস
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |