অগ্রবাণী ডেস্ক | ১৯ মার্চ ২০১৭
নারায়ণগঞ্জের ফতুল্লায় ফাহিম (২৪) নামে হোসিয়ারী কারখানার এক কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর কারখানাটির দরজায় তালাবদ্ধ করে পালিয়ে গেছে দুই শ্রমিক।
রবিবার সকালে এ ঘটনা ঘটে। বিকালে মালিক পক্ষ বিষয়টি জানতে পেরে নিহতের লাশ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নিহত ফাহিম মুন্সিগঞ্জ জেলার কাগজীপাড়া এলাকার ইলিয়াস মিয়ার ছেলে। তিনি তার ভগ্নিপতি রাশেদ শিকদারের মালিকানাধীন ফতুল্লার কাশিপুর এলাকায় অবস্থিত রূপাইয়া হোসিয়ারী কারখানায় মার্কেটিং অফিসার হিসাবে কর্মরত ছিলেন।
কারখানার মালিক রাশেদ শিকদার জানান, ডিউটি শেষে ফাহিম, শ্রমিক সোহাগ ও সোহাগের ভাতিজা ইউসুফ রাতে কারখানায় ঘুমায়। রবিবার কারখানায় এসে দেখি গেটে তালা ঝুলছে। ডাকাডাকি করে কাউকে না পেয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখি ফাহিম রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এরপর তাকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান, হত্যার কারণ ও হত্যাকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
-এলএস