অনলাইন ডেস্ক | ২০ মার্চ ২০১৭
নাশকতার পরিকল্পনার অভিযোগে গাজীপুরের কালিয়াকৈর থেকে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২৬ জন কর্মকর্তা-কর্মচারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার (২০ মার্চ) সকালে উপজেলার সফিপুর এলাকায় প্রতিষ্ঠানটির কারখানা এবং এর আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে ইবনে সিনার ১২ জন কর্মকর্তা-কর্মচারী এবং ১৪ জন নিরাপত্তাকর্মী বলে পুলিশ জানিয়েছে। তাদের মধ্যে ব্যবস্থাপক মো. জাকারিয়া, কর্মকর্তা মো. তামিম, ইসমাইল হোসেন এবং নিরাপত্তাকর্মীদের মধ্যে জয়নাল ফকির, রমজান ফকির, আব্দুল বাতেন, জাহিদুল ইসলাম, পিয়ার আহমেদ ও দ্বীন ইসলাম। অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।
গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ২৬ জনকে আটক করা হয়েছে। তারা ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং নিরাপত্তাকর্মী।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |