অনলাইন ডেস্ক | ২১ মার্চ ২০১৭
আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস উপলক্ষে বিভিন্ন দাবি জানিয়ে বগুড়ায় বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) মানববন্ধন-সমাবেশ করেছে।
মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে শহরের সাতমাথায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিডিইআরএম’র জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হান্নান রবিদাস।
দিলীপ রবিদাসের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন, প্রবীণ রাজনীতিবিদ মাহফুজুল হক দুলু, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, জেলা রবিদাস উন্নয়ন পরিষদের সভাপতি তীলক রবিদাস, বিডিইআরএম’র জেলার সহ-সভাপতি পল্টন রবিদাস প্রমুখ।
বক্তারা বলেন, দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী যুগ যুগ ধরে তাদের প্রাপ্য অধিকার থেকে বাদ যাচ্ছেন। রাষ্ট্র ও সমাজে নানাভাবে নিগৃহীত হচ্ছেন। তাই আইন কমিশনের সুপারিশ করা ‘বৈষম্য বিলোপ আইন-২০১৪’ বাস্তবায়ন অত্যন্ত জরুরি।