অগ্রবাণী ডেস্ক | ২১ মার্চ ২০১৭
বরিশালে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে এক নারী যৌনকর্মীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে নগরের অমৃত লাল দে সড়কের ‘প্যারাডাইস’ নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে হোটেল প্যারাডাইসে অভিযান চালানো হয়। এ সময় একজন নারী যৌনকর্মী, হোটেল মালিক ফারুখ, বিজয় ও সুজনসহ মোট পাঁচজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।
-এলএস