অনলাইন ডেস্ক | ২২ মার্চ ২০১৭
শ্রীলংকা একাদশের বিপক্ষে দারুণ এক অর্ধশতক করেছেন বাংলাদেশের উদীয়মান ক্রিকেট তারকা সাব্বির রহমান। মাত্র ৪৫ বল খেলে ১টি ছক্কা ও ৮টি চারের মারে হাফ সেঞ্চুরির দেখা পান এ মারকুটে ব্যাটসম্যান।
এর আগে প্রস্তুতি ম্যাচে সফরকারী বাংলাদেশের সামনে ৩৫৫ রানের বিশাল পাহাড় দাঁড় করিয়েছে স্বাগতিক শ্রীলংকা একাদশ। আর জবাবে শুরুতেই ইমরুলে উইকেট খুইয়ে হোচট খেলো টাইগাররা। তামিম ইকবালের জায়গায় ওপেন করতে এসে ডাক (০) মেরেছেন ইমরুল কায়েস। বিনুরা ফার্নান্দোর প্রথম বলেই উইরাক্কোর তালু বন্দি হন এ ব্যাটসম্যান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার তিন বলে ৮৪ রান করেছে বাংলাদেশ। সাব্বির ৪৫ বলে ৫০ রান করেছেন সাব্বির রহমান আর ওপেনার সৌম্য সরকারের সংগ্রহ ২৬ বলে ৩২ রান।