অগ্রবাণী ডেস্ক | ২৩ মার্চ ২০১৭
সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে মিয়ানমারের ১০ জলদস্যুকে আটক করেছে বাংলাদেশ নৌ বাহিনী। বৃহস্পতিবার দুপুরে মামলার পর তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
গ্রেফতার মিয়ানমারের নাগরিকরা হলেন- শাহপুর জেলার লিদে থানার সেন জ্য’র ছেলে মতি মি (৩৩), সাইটো গ্রামের অং প ইউ এর ছেলে থশম (৩৬), লেটুয়া জেলার মুনসিসিকা থানার উটচি’র ছেলে ডেলবা (৩৪), সুচিং লার ছেলে বাসু বে (৪০), সাটু গ্রামের সটেং প্রু’র ছেলে চ্য চ্য (৩৭), থাপস গ্রামের মইয়ার ছেলে থা মিয়্যে (৩২), খাপা সাং গ্রামের খাবিসির ছেলে চ উস্যে (৩০), উটসের ছেলে চু চ্যে প্রু (৩৮), মং সুয়া (৩৫) ও শাহপুর গ্রামের উ চ্যলার ছেলে উট কি ওক্যে (৩৩)।
বানৌজা আবু বকর জাহাজের পেটি অফিসার মো. ইমরান আহমদ জানান, সেন্টমার্টিনের অদূরে পূর্ব-দক্ষিণ বঙ্গোপসাগরে মিয়ানমারের জলদস্যুরা বাংলাদেশের জলসীমায় ডাকাতির উদ্দেশ্যে অবৈধভাবে প্রবেশ করেছে- এমন গোপন সংবাদে বুধবার সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় তাদের ট্রলারে তল্লাশি চালিয়ে ৩টি লম্বা তলোয়ার ও ২টি চাপাতি পাওয়া যায়। ট্রলারটি জব্দ করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও অবৈধ অস্ত্র রাখার দায়ে পৃথক ২টি মামলা করা হয়েছে বলেও জানান মামলার বাদী ইমরান আহমদ।
-এলএস