অগ্রবাণী ডেস্ক | ২৪ মার্চ ২০১৭
সিলেট নগরীর দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি পাঁচতলা বাড়ি ঘিরে রেখেছে আইনশৃংখলা বাহিনী। ওই বাড়ির নিচতলায় জঙ্গিদের অবস্থান বলে ধারণা পুলিশের। সেখানে তিনজন পুরুষ ও এক নারীর অবস্থান লক্ষ্য করা গেছে।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত কমিশনার রোকনউদ্দিন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, জঙ্গিদের অবস্থান নিশ্চিত হওয়ার পর ঢাকা থেকে সোয়াত বাহিনী তলব করা হয়েছে। সোয়াতের বাহিনী সিলেটে পৌঁছালেই মূল অভিযান শুরু করা হবে।
এদিকে ওই জঙ্গিরা সোয়াত ঘটনাস্থলে পৌঁছলে বাইরে বের হবে বলে ভেতর থেকে জানিয়েছে। ভবনের একটি জানালা খুলে কথা বলেছে জঙ্গিরা। তারা বলছে, সোয়াট এলে কথা বলবে তারা। তারা আল্লাহর পথে আছে আর পুলিশ শয়তানের পথে রয়েছে।
চট্টগ্রাম ও ঢাকায় সাম্প্রতিক জঙ্গিবিরোধী অভিযানের পর সিলেটের ওই বাড়িতে নব্য জেএমবির শীর্ষনেতা মুসা ও নারী জঙ্গি মর্জিনা সহযোগীদের নিয়ে অবস্থান নিয়েছে বলে পুলিশের ধারণা।
ঢাকা-চট্টগ্রামে ওই অভিযানের পর আটক জঙ্গিদের দেয়া তথ্যেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানের লক্ষ্যে বৃহস্পতিবার রাতেই সিলেট আসে কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি দল।
সংশ্লিষ্টরা জানান, অভিযানের আগে ওই বাড়ির মূল ফটকে তালা লাগিয়ে দেয় আইনশৃংখলা বাহিনী।
শুক্রবার ভোরে ভবনটি থেকে পরপর তিনটি গ্রেনেডের বিস্ফোরণ ঘটায় সন্দেহভাজন জঙ্গিরা।
গ্রেনেড বিস্ফোরণের পর পুলিশও বেশ কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। সকাল পৌনে ৯টার পর থেকে থেমে গুলির শব্দ শোনা যাচ্ছে।
-এলএস
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |