অনলাইন ডেস্ক | ২৫ মার্চ ২০১৭
১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে রাজশাহীতে মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। আজ শনিবার বিকেলে নগরীর লক্ষ্মীপুর থেকে মিছিলটি বের করা হয়।
মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাবলু, সদস্য রোকনুজ্জামান রিন্টু প্রমুখ।