অগ্রবাণী ডেস্ক | ২৬ মার্চ ২০১৭
সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর থেকে সিলেট ফেঞ্চুগঞ্জ রোডের পারাইরচকের পীর হবিবুর রহমান চত্বর পর্যন্ত ও আশপাশের এলাকায় যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া সভা-সমাবেশ এবং দলবদ্ধ হয়ে চলাফেরার উপরও নিষেধাজ্ঞা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য, গতকাল শনিবার সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমা শিববাড়ি এলাকায় বোমা বিস্ফোরণে নিহত হন ছয় জন। এর মধ্যে সিলেটে পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক চৌধুরী মুহাম্মদ আবু কায়সার, জালালাবাদ থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফাহিম, মদন মোহন কলেজের শিক্ষার্থী ওহিদুল ইসলাম অপু, শহীদুল ইসলাম ও আব্দুল কাদের রয়েছেন। এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
-এলএস
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |