অনলাইন ডেস্ক | ২৭ মার্চ ২০১৭
ভারতের উত্তরপ্রদেশে ছয় বছরের এক বালিকা গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় মেয়ের তিন চাচাতো ভাই জড়িত ছিল। তারা নিজেরাই গণধর্ষণে অংশ নেয়। মেয়েটির অবস্থা খুবই আশঙ্কাজনক। গণধর্ষণে মেয়েটির যকৃতও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে এখন ভেন্টিলেশনে রাখা হয়েছে।
এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ জানিয়েছে, বাকি দুই অভিযুক্ত নাবালক। তাদের বয়স ১৬ ও ৭ বছর।
মেয়েটির মা জানান, মাঠে কাজ করতে গিয়েছিলেন তারা। বাড়িতে একাই ছিল তাদের মেয়ে। সে সময় তিন ভাই লোভ দেখিয়ে মেয়েকে খেতের মধ্যে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। মেয়ের গোপনাঙ্গে কাঠের টুকরো ঢুকিয়ে দেয়। তারপর সেখান থেকে পালায় তিন ভাই।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |